https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে যাচ্ছেন মুশফিকুর রহীম। ব্যাট হাতে মিস্টার ডিপেন্ডেবল হয়ে ওঠার সাথে তিন কাঠির পেছনেও বেশ শক্ত অবস্থান তার। তবে এখানেই থেমে থাকেননি দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন তিনি।
নিজের পড়ালেখা এখানেই থেমে যেতে দেননি তিনি। ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রিকেট’ এই বিষয়ের উপর এমফিল গবেষণা করছেন মুশফিক। এরপর পিএইচডি করার কথাও রয়েছে তার। গত বৃহস্পতিবার মুশফিকের একটি পরীক্ষা ছিল আর সেই পরীক্ষার পড়ালেখা করতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদের বারান্দায়ই বসে যান বই নিয়ে।
পরীক্ষা শেষেই এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বাংলাদেশ দলের সাথে পাড়ি জমিয়েছেন শ্রীলঙ্কায়। মুশফিকের এই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পর ভক্তদের বেশ প্রশংসা কুড়াচ্ছেন তিনি।