নিউজ ডেস্ক »
এ মাসের শেষের দিকে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। আগস্টে হবে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ। এই সিরিজে যেতে ইতিমধ্যে পাকিস্তান অনুমোদন পেয়ে গেছে তাদের সরকার থেকে। অনুমোদন পাওয়ার আগে ঘোষণা করে দিয়েছিল ২৯ জনের একটি স্কোয়াড। সে দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন মোহাম্মদ আমির ও হ্যারিস সোহেল।
আমির তার সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকতে সিরিজ থেকে নাম তুলে নিয়েছেন। কিন্তু হ্যারিসেরটা একটু ভিন্ন। তিনি মূলত ভূতের ভয়ে ইংল্যান্ড সিরিজ যাচ্ছেন না। ইংল্যান্ডে যাওয়ার পর সেখানে প্রথম ১৪ দিন কোয়ারেন্টাইন একা থাকতে হবে। হ্যারিসের একা থাকার পূর্বে কোন অভিজ্ঞতা নেই। একই সাথে 2015 সালের বাজে এক অভিজ্ঞতা হয়েছিল তার।
২০১৫ বিশ্বকাপ খেলায় অবস্থায় হোটেলে তিনি নাকি একটি ভূত দেখতে পান। এই ভূত দেখার পর কোনো সিরিজে তিনি আর একা থাকেননি। এবার যেহেতু পরিবার নেয়া যাবেনা তাই হ্যারিসের একা থাকতে হবে। মূলত এই কারণেই হ্যারিস ইংল্যান্ড সিরিজ থেকে তার নাম প্রত্যাহার করে নেন।
নিউজক্রিকেট/রীম