ভুল শোধন করলো বিসিবি!

সাজিদা জেসমিন »

দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপে ভারত যুবাদের ৩উইকেটে হারিয়ে দেশের জন্য প্রথম আন্তর্জাতিক শিরোপা এনে দিয়েছে টাইগার যুবারা। যাতে অন্যতম নায়ক ছিলেন অধিনায়ক আকবর আলী। ২২গজে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। হয়েছেন ইতিহাসের অংশ। অথচ তিনিই বাদ পড়েছেন বিসিবি ভবনের ফটকে লাগানো ব্যানারে।

মূলত আলোচনার বিষয় হলো বিসিবির একাডেমিক মাঠে পরিকল্পনানুযায়ী সংবর্ধনা দেওয়া হবে যুবাদের। সেই সুবাদে বিসিবি ভবনের ফটকে লাগানো হয়েছে চ্যাম্পিয়ন লেখা বড় পোস্টার। আর সেখানে ছিলেন নাহ অধিনায়ক আকবর আলী।

এ নিয়ে গণমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। ঐদিকে ব্যানার টানানোর কিছু সময় পর ভুল নজরে পড়ায় বিসিবি নতুন করে আরেকটি ব্যানার লাগিয়ে দেন। কিন্তু ততক্ষণে সবদিকে ছড়িয়ে পড়েছে খবর।

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আগামী ১২ই ফেব্রুয়ারি দেশে ফিরবে যুবারা৷ এ উপলক্ষে বিসিবি সংবর্ধনার আয়োজন করেছে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও দেওয়া হবে সংবর্ধনা।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন- ‘তারা আগামী ১২ তারিখ সকালে পৌঁছাবে, আমরা এয়ারপোর্টে তাদের বরণ করে নিতে যাবো। এরপর সবাইকে বিসিবি ভবনে নিয়ে আসা হবে। একাডেমিতে এসে বিশ্রাম নিবে এবং দুপুরবেলা সবাই মিলে একসাথে লাঞ্চ করবো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »