ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছে না বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজ(১৪’ই নভেম্বর) ইডেনে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং এ নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম সেশনে ২৬ ওভার ব্যাটিং করে মাত্র ৬৩ রানে ৩টি উইকেট হারায় বাংলাদেশ। দিনের শুরুর ৬ষ্ঠ ওভারে ইমরুল কায়েসকে ফিরিয়ে ভারতকে শুভ সূচনা এনে দেয় উমেশ যাদব। মাত্র ৬ রানে আজিঙ্কা রাহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল।

পরের ওভারে আবারও আঘাত হানে ভারতীয় পেসাররা৷ ইশান্ত শর্মার বলে শুরু থেকেই নড়বড়ে থাকা সাদমান ইসলামকে ফেরান সপ্তম ওভারের শেষ বলে। উইকেট কিপার ঋদ্ধিমান সাহার গ্লাভসবন্দী হয়ে ৬ রান করে ফেরেন সাদমান ইসলাম।

১৮তম ওভারে মোহাম্মদ মিথুন আউট হলে চাপে পরে বাংলাদেশ। তবে খাদের কিনারা দলকে থেকে টেনে তোলেন অধিনায়ক মুমিনুল হক সৌরভ এবং মুশফিকুর রহিম। আর কোন উইকেট না হারিয়েই লাঞ্চে যায় দু’দল৷

তবে দ্বিতীয় সেশনে এসে বাংলাদেশকে চেপে ধরেন ভারতীয় স্পিনার আশ্বিন। ৩৮ তম ওভারে দলীয় ৯৯ রানে ৬৮ রানের জুটি ভাঙ্গেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন আশ্বিন। ৩৮তম ওভারে এসে প্রথম বলেই বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরান অধিনায়ক মুমিনুল হক সৌরভকে৷ ব্যাক্তিগত ৩৭ রান করে ফেরেন অধিনায়ক৷

একপ্রান্ত আগলে রেখে খেলেলেও সঙ্গ দেওয়ার মত কাউকেই পাচ্ছেননা মুশফিক৷ ১১৫ রানের মাথায় ৪৬তম ওভারের ১ম বলে আবারও আশ্বিনের ঘূর্ণিফাঁদে পরে বোল্ড আউটের শিকার হন মাহমুদউল্লাহ৷

এর পর ৬ষ্ঠ উইকেটে মুশফিক-লিটন দাসের জুটি কিছুটা আশা দেখালেও দ্বিতীয় সেশন পার করতে পারেননি তারা। চা বিরতির আগমুহূর্তে জোড়া আঘাত হানেন পেসার মোহাম্মদ সামি। ৫ম বলে মুশফিকুর রহিম এবং ৬ষ্ঠ বলে মেহেদী হাসান মিরাজ আউট হলে চা বিরতিতে যায় দু’দল৷

চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৪০ রান। ২১ রান করে অপরাজিত আছেন উইকেট কিপার লিটন দাস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »