https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ভারতের বিপক্ষে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ দল। ভারতের সঙ্গে জিততেই হবে যদি সেমিতে খেলতে চায় বাংলাদেশ। এমন একটা ম্যাচে জিততে হলে বোলিংটা ভালো করতেই হবে বাংলাদেশ দলের। আর বোলিং ভালো করে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ ভেঙ্গে দিতে হবে। এবার দেখে নেয়া যাক ভারতের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা ৫ বোলার।
শক্তিশালী ভারতের বিপক্ষে এখন পর্যন্ত সেরা পাঁচ বোলিং অস্ত্রের মধ্যে ৩ জন এখনও আছে। বিশ্বকাপের স্কোয়াডে ফলে এবারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে বোলারদের প্রভাব স্পষ্ট থাকবে সেটা অস্বীকার করার কোনো অবকাশ নেই।
১. মাশরাফি বিন মর্তুজা:
ম্যাচ: ১৯
ইনিংস: ১৯
ওভার: ১৬২.১
মেইডেন: ৮
রান: ৮১৬
উইকেট: ২৩
সেরা বোলিং ফিগার: ৪/৩৮
গড়: ৩৫.৪৭
ইকোনমি: ৫.০৩
স্ট্রাইক রেট: ৪২.৩
২. মোহাম্মদ রফিক:
ম্যাচ: ১৪
ইনিংস: ১৪
ওভার: ১২৪
মেইডেন: ১০
রান: ৫৮৫
উইকেট: ১৮
সেরা বোলিং ফিগার: ৩/৩৫
গড়: ৩২.৫০
ইকোনমি: ৪.৭১
স্ট্রাইক রেট: ৪১.৩
৩. সাকিব আল হাসান
ম্যাচ: ১৭
ইনিংস: ১৭
ওভার: ১৪৪.১
মেইডেন: ১
রান: ৭২০
উইকেট: ১৮
সেরা বোলিং ফিগার: ৩/২৭
গড়: ৪০.০০
ইকোনমি: ৪.৯৯
স্ট্রাইক রেট: ৪৮.০
৪. মোস্তাফিজুর রহমান:
ম্যাচ: ৬
ইনিংস: ৬
ওভার: ৫২.২
মেইডেন: ১
রান: ২৮১
উইকেট: ১৫
সেরা বোলিং ফিগার: ৬/৪৩
গড়: ১৮.৭৩
ইকোনমি: ৫.৩৬
স্ট্রাইক রেট: ২০.৯
৫. তাসকিন আহমেদ:
ম্যাচ: ৬
ইনিংস: ৬
ওভার: ৪৩
মেইডেন: ২
রান: ২০৬
উইকেট: ১২
সেরা বোলিং ফিগার: ৫/২৮
গড়: ১৭.১৬
ইকোনমি: ৪.৭৯
স্ট্রাইক রেট: ২১.৫
-নাসিফুল হাসান সৌমিক