ভারতের পরেই এশিয়ার সেরা বাংলাদেশ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ দল। শুধু জয় বললে ভুল হবে। পরিকল্পনার নিখুঁত বাস্তবায়ন করে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই হারিয়েছে টাইগাররা।

বাংলাদেশের এমন জয়ের পর সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন ক্রিকেটাররা। তবে রয়েছে ভিন্ন চিত্রও। ভারতীয় বিভিন্ন মিডিয়া টাইগারদের এমন জয়কে আখ্যা দিচ্ছে কেবল অঘটন হিসেবেই। এদিকে বাংলাদেশ দলকে নিয়ে সবসময় যিনি কটাক্ষ করে কথা বলেন সেই বিরেন্দ্র শেবাগ পর্যন্ত এমন জয়ে টাইগারদের বন্দনা করেছে।

শেবাগের পর এবার আরেক ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা বাংলাদেশ দলকে এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবেই আখ্যা দিচ্ছেন। শুধু তাই নয় টাইগারদের ভূয়সী প্রশংসা করে উথাপ্পা আরও বলেন বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী।

উথাপ্পার ভাষ্য, ‘এশিয়ার অন্য দলগুলোর প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই। ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা হচ্ছে বাংলাদেশ দল। তারা সম্মান পাবার যোগ্য আসলেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়কে এখন আর ঐতিহাসিক বলার সুযোগ নেই। বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী।’

টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে থাকা সদস্যদের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার থাকায় এই আসরে বাংলাদেশ দল শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করেন এই ব্যাটসম্যান। ‘গত এক-দেড় বছর ধরে তাদের পারফরম্যান্স বেশ ধারাবাহিক। পূর্বে বিশ্বকাপ খেলেছে এমন কয়েকজন ক্রিকেটার তাদের রয়েছে। তাদের সফলতার অন্যতম কারন এটি। এই দুর্দান্ত শুরুটা ধরে রাখাই এখন তাদের জন্য চ্যালেঞ্জ। কোনো পক্ষপাতিত্ব করছি না আমি। বাংলাদেশ দল এই আসরে সত্যিই শক্তিশালী প্রতিপক্ষ।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »