ভারতের দুই কোচের বিদায়, ঝুলে আছেন শাস্ত্রীও!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসর থেকে ভারত বিদায় নিয়েছে সেমি ফাইনাল থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১৮ রানে হেরে বিদায় ঘণ্টা বেজে যায় টিম ইন্ডিয়ার। এমন পারফরম্যান্সে বরাবরের মতই সমালোচনায় পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

সেই সমালোচনা সহ্য করা বা ব্যর্থতার দায় নিয়ে টিম ইন্ডিয়ার দুই কোচিং স্টাফ থেকে পদত্যাগ করেছেন ফিজিও প্যাট্রিক ফারহার্ট এবং কন্ডিশনিং কোচ শঙ্কর বসু। বিশ্বকাপ মিশন শেষ করে দেশে আসার আগেই এমন ঘোষণা দিয়েছেন এই দুই কোচ।

অন্যদিকে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালে মহেন্দ্র সিং ধোনিকে নিচের দিকে ব্যাট করানো নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেখানে দায় রয়েছে কোচ রবি শাস্ত্রীর এমক কথাও ঘুরে বেরাচ্ছে মিডিয়ায়। ফলে ম্যাচ চলাকালে কোচ শাস্ত্রীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে অধিনায়ক বিরাট কোহলিকে।

এর আগে অনিল কুম্বলের সাথে দ্বন্দ্বে জড়িয়ে কুম্বলেকে বিদায় করা হয়েছে কোহলির কারনেই সেটা সবার কাছে স্পষ্ট। এবার কি তবে শাস্ত্রীর পালা?

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »