https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
টিম ইন্ডিয়ার অন্যতম সফল অধিনায়ক হিসেবে ধরা হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে। এক সময় তিন ফরম্যাটেই ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনেই দুই ফরম্যাটে বিশ্বকাপ জয় সহ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতেছে তার অধীনেই। আর সেই ধোনিই কিনা বাদ পড়েছেন ভারতের টি-২০ ফরম্যাটের দল থেকে!
একটা সময় একা হাতে পুরো টিম ইন্ডিয়া শাসন করেছেন ধোনি। তার ঠাণ্ডা মাথার নেতৃত্বের কারণে ক্যাপ্টেন কুল হিসেবেও ডাকা হত তাকে। ঘরোয়া ক্রিকেটের আসর আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে সফলতার পরিচয় দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ক্রিকেট থেকে নিয়েছে বিরতি। তবে সেই বিরতি কাটিয়ে আর টি-২০ দলে ফিরতে পারেননি তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে নাম নেই মহেন্দ্র সিং ধোনির। তার বদলে উইকেটরক্ষক হিসেবে দলে সুযোগ পেয়েছেন তরুণ রিশাব পান্ত। এছাড়া দলে ফিরেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অন্যদিকে বিশ্রাম দেয়া হয়েছে ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিপ বুমরাহকে।
এক নজরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজের ভারতীয় স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াশ আইয়ার, রিশাব পান্ত, মানিশ পান্ডে, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, খলিল আহমেদ, নবদ্বীপ শাইনি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-২০ ম্যাচগুলো হবে ১৫, ১৮ এবং ২২ সেপ্টেম্বর।