নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কয়েকদিন আগেই ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই এর স্বাদ দিয়েছিল বাংলাদেশ।
পাকিস্তানকে টেস্টে ধবলধোলাই করার আত্মবিশ্বাস নিয়ে ভারতে যাচ্ছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। সেখানেও ভালো করার সম্ভাবনা রয়েছে টাইগারদের। তবে সাবেক ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক মনে করেন, ভারতের মাটিতে পাত্তা পাবে না বাংলাদেশ।
ভারতের সাবেক ক্রিকেটার দিনেশ কার্তিক মনে করেন, চ্যালেঞ্জ জানানো তো দূরে থাক, ভারতের মাটিতে পাত্তাই পাবে না টাইগাররা।
ক্রিকবাজের এক অনুষ্ঠানে কার্তিক বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি না, বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবে। ঘরের মাঠে ভারতকে হারানো বাংলাদেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ হবে। যদিও বাংলাদেশ পাকিস্তানে জিতেছে, তবে আমি মনে করি না বাংলাদেশকে হারাতে ভারতের খুব বেশি সমস্যা হবে।