ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন মুমিনুল-মিরাজরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। ভারত-বাংলাদেশের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ১৪ই নভেম্বর ইন্দোরে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য মুমিনুল, মিরাজসহ আট ক্রিকেটার যুক্ত হচ্ছেন ভারত সফরে। ভারতের উদ্দেশ্যে সকাল ১১.০০টায় দেশ ছেড়েছেন তারা।

অধিনায়ক মুমিনুলের নেতৃত্বে একই ফ্লাইটে দেশ ছেড়েছেন- সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী এবং এবাদত হোসেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ লাল বলে হলেও ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি কলকাতার ইডেনে প্রথম বারের মতো গোলাপি বলে খেলবে ভারত-বাংলাদেশ।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:

সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী এবং এবাদত হোসেন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »