ভারতে হেসনের বাদ পড়ার কারণ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

যদি কোচ নিয়োগে ভারতের মতো হাই প্রোফাইল দলের কোচ হবার সুবর্ণ সুযোগ আসে তবে কি কেউ হাতছাড়া করতে চাইবে? উত্তরটা অবশ্যই চাইবে। কে না চায় একটা হাই প্রোফাইল দলের কোচ হতে? আর সেটি যদি হয় ভারত, অষ্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো হাই প্রোফাইল দলের কোচ হবার সুযোগ তাহলে নিশ্চয়ই সে সুযোগ হাতছাড়া করতে চাইবে না। তেমনি নিউজিল্যান্ডের মাইক হেসন চেয়েছিলেন সেই ভারতের মতো হাইপ্রোফাইল কোচ হতে। সবঠিকঠাক ছিলো কিন্তু শেষঅবধি আর মিলে নি।

নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম সফল কোচ ছিলেন মাইক হেসন। ২০১২-২০১৮ সাল পর্যন্ত নিউজিল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করছেন। নিউজিল্যান্ডকে সফলতা এনে দিয়েছেন। এমনকি আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাব দলের কোচের দায়িত্ব পালন করছেন।

২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পর ভারত, পাকিস্তান ও বাংলাদেশসহ অনেক বড় বড় দল তাদের কোচ ছাটাই করে নতুন কোচিং স্টাফ নিয়োগ দিতে চাচ্ছে। সেখানে এই দলগুলো তাদের জন্য হাইপ্রোফাইল কোচ খুঁজছে। একটা বিষয়ে এশিয়ার তিত পরাশক্তি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান তারা একটি দিকে এক হয়ে মিলিত হয়েছে। তিণটি দলই তাদের কোচের পছন্দের তালিকায় রেখেছেন নিউজিল্যান্ডের মাইক হেসন। তিনি এই লোভনীয় প্রস্তাব দেখে ছেড়ে দেন আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাব দলের কোচিংয়ের দায়িত্ব। তবে সবচেয়ে বড় বিষয় মাইক হেসন ভারতের কোচিংয়ের দায়িত্বের সম্ভাবনা‌ বাড়ায় তিনি বাংলাদেশ আস্তে বিলম্ব করেন এবং তিনি অবহেলা করতে থাকেন রং আর বাংলাদেশ দল নাখোশ হয় এবং তাকে আর কোচ হিসেবে নিয়োগ দেয় নি। আর সর্বশেষ ভারতের কোচ হিসেবে নিয়োগ পাননি। আর তার জন্য ক্ষোভে পাকিস্তানের কোচের পদের জন্য আর যাননি। বলতে গেলে তিণ কূল‌ হারিয়েছেন মাইক হেসন।

ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে মাইক হেসন ছিলেন সবচেয়ে এগিয়ে। তবে শেষ পর্যন্ত এগিয়ে থাকার পরও তাকে না নেবার জন্য ভারত এক অদ্ভুত কারণে দেখিয়েছে। ভারতের কোচ নির্বাচক কমিটিতে থাকা ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব বলেছেন, ” আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা তার কম। যার জন্য তাকে কোচ না করে রবি শাস্ত্রীকে কোচ করেছি। হেসনের অধীনে নিউজিল্যান্ড ভালো করেছে। তাকে পছন্দ আমাদের। তবে বেশি ম্যাচ খেলেননি। এ দিকটিতেই মাইক হেসনকে পেছনে ফেলে দিয়েছেন রবি শাস্ত্রী।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »