নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় ছিলেন তিনি। তাও আবার ঐতিহাসিক ইডেনে উপমহাদেশের প্রথম গোলাপি বলের টেস্টে। বিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি নিজের প্রথম এসাইনমেন্টে বেশ ঘটা করেই আয়োজন করেছিলেন এই টেস্ট।
ইন্দোর টেস্টে ইমরুল-সাদমানের ব্যার্থতায় কপাল খুলতে পারতো ফর্মের তুঙ্গে থাকা সাইফ হাসানের। তবে চোটের কারনে সেই আশা ফিকে হয়ে গেছে সাইফের। ইন্দোরে বদলি ফিল্ডার হিসেবে স্লিপে ফিল্ডিং করতে গিয়ে ডানহাতের কনিষ্ঠ আঙুলে চোট পান সাইফ। পুজারার ক্যাচ ধরতে গিয়েই এই চোট পান তিনি। দুটি সেলাইও দিতে হয় হাতে।
চোট নিয়ে প্রাকটিস না করলেও দলের সাথেই আছেন তিনি৷ ইডেন টেস্ট খেলা হচ্ছেনা সেটা আগেই নিশ্চিত ছিলো। তবে হাতের কোন উন্নতি না দেখায় ভাবিয়ে তুলছে সাইফসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
গতকাল (২০’শে নভেম্বর) ইডেনে ভারতীয় চিকিৎসক সপ্তর্ষী বসুর সাথে চোট নিয়ে কথা বলেন সাইফ। এ সময় সাথে ছিলেন বাংলাদেশ দলের ফিজিও জুলিয়ান ক্যালফাতোও। এ সময় চোট পর্যবেক্ষণ করে বাসু জানান, ‘সাইফের সেলাই এর নিচে ফাঁকা রয়ে গেছে। এখনই সেখানে সেলাই দেওয়া সম্ভব নয়।’
আজ কোলকাতার বিখ্যাত উডল্যান্ড হাসপাতালে নেওয়া হবে সাইফকে। সেখান শাল্যবিদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড।