ভারতকে হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ : ডোমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিক ভারতকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলিতে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ। এমন ভাবে নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে পারলে সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

রাসেল ডোমিঙ্গো মনে করেন নিজেদের সামর্থ্যের সেরাটুকু দিয়ে খেললে সিরিজ জয় সম্ভব। এছাড়া তিনি আরও বলেন নিজেদের সেরাটা দিলে ভারতকে যেকোন দিন হারিয়ে দেয়ার সামর্থ্য রাখে বাংলাদেশ। বাংলাদেশ নিজেদের দিনে ভয়ংকর দল।

কালকের ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার ছেলেরা যেভাবে খেলছে তাতে আমি বেশ সন্তুষ্ট। প্রথম ম্যাচে ছেলেরা তিন বিভাগেি ভালো খেলেছে। দ্বিতীয় ম্যাচে সেভাবে পারফর্ম করতে পারেনি। আমরা ব্যাট হাতে ভালো শুরু করেও ভুলের কারণে ভালো শেষ করতে পারিনি। তবে আমরা আমাদের সামর্থ্য অনুয়ায়ী খেলতে পারলে আর ভারতকে চেপে ধরতে পারলে, ভারতকে যেকোন দিন আমরা হারাতে পারি।’

প্রথম ম্যাচে ব্যাটে, বলে ভালো খেলে ভারতকে হারালেও দ্বিতীয় ম্যাচে এসে রোহিত শর্মার ব্যাটিং তান্ডবে হেরে যায় বাংলাদেশ। সিরিজে ১-১ এ সমতায় রয়েছে দুইদল। আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচে নাগপুরে সন্ধ্যা ৭:৩০ মিনিটে লড়বে দুইদল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »