ক্রীড়া ডেস্ক »
চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হয় ইংল্যান্ড। বাঁচা মরার লড়াইয়ে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ভারত।
১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন ইংলিশ দুই ব্যাটার অ্যালেক্স হেলস ও জস বাটলার। ভারতের বোলিংদের নিয়ে ছেলেখেলায় মাতেন মারকুটে এই দুই ব্যাটার। পওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে ইংলিশরা। জস বাটলার একটু ধীর গতীতে শুরু করলেও অপর প্রান্তে রীতিমতো ঝড় তোলেন অ্যালেক্স হেলস।
দুজনই তুলে নেন অর্ধশতক৷ ৪৯ বলে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন অধিনায়ক বাটলার। ৯ টি চার ও ৩ টি বিশাল ছক্কার মাধ্যমে ৮০ রান সংগ্রহ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। অপর প্রান্তে ৪৭ বলে ৮৬ করে নট আউট থাকেন হেলস। ২৪ বল ও ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।
দ্বিতীয় সেমিফাইনালে আজ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। বল হাতে দারুণ শুরু করেন বেন স্টোকস। প্রথম ওভারে খরচ করেন মাত্র ৬ রান। দ্বিতীয় ওভারেই লোকেশ রাহুলকে ফেরান ক্রিস ওকস।
কোহলিকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত শর্মা। পাওয়ার প্লেতে আসে ৩৮ রান ১ উইকেট হারিয়ে। রোহিতের ব্যাট থেকে আসে ২৮ বলে ২৭ রান। এদিন ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি সূর্য কুমার যাদব। ব্যক্তিগত ১৪ রানে আদিল রাশিদের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর হাল ধরেন বিরাট – পান্ডে জুটি। ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি । এক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন হার্দিক পান্ডে। ৩৩ বলে ৫ ছয় ও ৪ চারের সাহায্যে ৬৬ রান করে শেষ বলে আউট হন৷ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ভারত।
ইনজুরির কারনে এদিন ইংল্যান্ড একাদশে ছিলেন না মার্ক উড। তার বদলি হিসেবে একাদশে সুযোগ পায় ক্রিস জর্ডান। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেন ৪৩ রানে৷ আদিল রাশিদ ও ক্রিস ওকস ১ টি করে উইকেট নেন।