নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী মাসে ভারতের মাটিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। আসন্ন সিরিজকে সামনে রেখে এ মাসেই ভারতের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ দল। তবে ভারত সফরে যাওয়ার আগে নিজেদের মাঝে দুই দলে বিভক্ত হয়ে দুটি প্রস্তুতিমূলক টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ।
আগামী ৩০ শে অক্টোবর ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে নিজেদের শেষ বারের মত ঝালিয়ে নিবেন মিরপুরের হোম অফ ক্রিকেটে। ক্রিকেটারদের ধর্মঘটের কারনে কেউই অংশগ্রহণ করেনি জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে। তবে ধর্মঘট প্রত্যাহার করায় ফিটনেস ক্যাম্পে না আসলেও আগামী কাল থেকে প্রস্তুতি ক্যাম্পে ঠিকই আসছেন ক্রিকেটাররা। ২৫, ২৬, ২৭, ২৮ তারিখ এই চারদিন নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন টাইগাররা।
২৫ ও ২৬ তারিখ প্রস্তুতি ক্যাম্প হলেও ২৭ ও ২৮ তারিখ নিজেদের মাঝে দুটি দলে বিভক্ত হয়ে দুটি প্রস্তুতিমূলক টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারতের ম্যাচ গুলা সান্ধ্যকালীন হওয়ায় প্রস্তুতি ম্যাচ দুটিও খেলা হবে ফ্লাডলাইটের আলোতে। সন্ধ্যা ৬ টায় ম্যাচ দুটি শুরু হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর ২৯ তারিখ বিশ্রামে থেকে ৩০ তারিখে ভারত সফরের বিমান ধরবে ক্রিকেটাররা।
আগামী মাসের শুরুতেই অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজ। আগামী ৩ নভেম্বর প্রথম টি-২০ তে মাঠে নামবে বাংলাদেশ ভারত দুই দল। আর ৭ ও ১০ তারিখে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। প্রথম ম্যাচ দিল্লিতে, দ্বিতীয় ম্যাচ রাজকোটে আর তৃতীয়, ম্যাচ অনুষ্ঠিত হবে নাগ পুরে।