ভারত সফর ও বিপিএল থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার সাইফুদ্দিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ইঞ্জুরির কারণে আসন্ন ভারত সফর থেকে ছিটকে গেছেন। সাইফ বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি ও ওয়ানডে তে নিয়মিত মুখ। বর্তমানে দলের সেরা ফিনিশারদের একজন তিনি। তবে সে সাইফকে পাচ্ছে না বাংলাদেশ দল দীর্ঘ দিনের জন্য।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন তিনি। সাইফকে দল নিয়ে প্রধান নির্বাচক তখন জানান, আমরা অতি দ্রুত চোটের রিপোর্ট পেয়ে যাবো এবং রিপোর্ট পেয়ে পুরোপরি সিদ্ধান্ত নিবো। তবে আজ রিপোর্ট পেয়েছেন প্রধান নির্বাচক।

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘সাইফের চোটের সকল পরীক্ষা করা হয়েছে, তবে নেই কোনো স্বস্তির খবর’। আমরা সাইফকে আগামী তিন মাসের জন্য বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে সাইফ রয়েছে। অতি শীগ্রই আমরা প্রধান কোচের সাথে বৈঠক করে সাইফের বদলি অন্য কাউকে দলে নিবো।’

বুঝাই যাচ্ছে সাইফের ইঞ্জুরি গুরুতর। যেহেতু আগামী তিন মাস, তাই বিপিএল ও মিস করতে যাচ্ছেন তিনি। কেননা ভারত সফর শেষ করেই বিপিএলের জন্য প্রস্তুত হবে জাতীয় দলের ক্রিকেটাররা। বিসিবির দেওয়া সূচি অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর পর্দা উঠছে যাচ্ছে বিপিএলের। আর এরই মধ্যে সাইফ পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন কিনা তা অজানা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »