ভারত-নিউজিল্যান্ডের ভাগ্য নির্ধারণ আজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পূর্ব ঘোষিত সময় অনুযায়ী চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার দুই বারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে মাঠে নামে গতবারের ফাইনালিষ্ট নিউজিল্যান্ড।ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার (০৯ জুলাই) মেঘলা আকাশ দেখেও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

কেন উইলিয়ামসন ও রস টেলরের অর্ধশতরানে ভর করে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াকু স্কোর গড়ার পথে ছিল কিউইরা। কিন্তু খেলার মাঝে বাধ সাধে বৃষ্টি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৪৬.১ ওভার শেষে ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ২১১ রান। রস টেলর ৬৭ ও টম ল্যাথাম ৩ রানে ক্রিজে রয়েছেন।

গতকাল যেখানে খেলা শেষ হয়েছিল, আজ সেখান থেকে শুরু হবে। বুধবার (১০ জুলাই) ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।

তবে আজ নিউজিল্যান্ড যদি আর ব্যাটিংয়ের সুযোগ না পায় সেক্ষেত্রে ডাকওয়ার্থ-লুইস নিয়মে দাঁড়াবে ভারতের লক্ষ্যমাত্রা। সেক্ষেত্রে ভারতের টার্গেট যেমন দাঁড়াবে; ৪৬ ওভারে ২৩৭ রান, ৪০ ওভারে ২২৩ রান, ৩৫ ওভারে ২০৯ রান, ৩০ ওভারে ১৯২ রান, ২৫ ওভারে ১৭২ রান, ২০ ওভারে ১৪৮ রান।

ওভার কমার সাথে সাথে রান ও বলের দূরত্ব বাড়ছে। কিন্তু ১০ উইকেট হাতে নিয়ে ব্যাট করার সুযোগ পাওয়ায় ভারতের জন্য সে লক্ষ্যটা কঠিন হবেনা নিশ্চয়। এতকিছুর পরও ম্যাচ যদি আর মাঠে না গড়ায়! তখন? গ্রুপ পর্বে সবার চেয়ে এগিয়ে থাকায় দুবারের চ্যাম্পিয়ন ভারত চলে যাবে স্বপ্নের ফাইনালে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »