নিউজ ডেস্ক »
নিউজিল্যান্ড ইনিংসের সময়ে ব্যাটিং করতে যেয়ে পায়ের পাতায় চোট পান পেসার নেইল ওয়াগনার। শোনা গেছে ভাঙনও ধরেছে সেই স্থানে। এত কিছুর পরেও মাঠের বাইরে বসে থাকেননি এই পেসার। দিন শেষে তিনি বলেছেন, তাকে স্ট্রেচারে করে তুলে নিয়ে যাওয়ার মতো অবস্থা না হওয়া পর্যন্ত দলের পক্ষে যা কিছু করা সম্ভব করতে তিনি প্রস্তুত।
এর আগে ব্যাটিং করার সময়ে শাহীন আফ্রিদির বলে চোট পেয়েছিলেন নেইল ওয়াগনার।
চোট পাওয়ার দিনে ওয়াগনারের অবদান ১৯ রান। পায়ের আঙুল ভাঙা নিয়েও মোট ২১ ওভার বোলিং করেছেন তিনি। উইকেট নিয়েছেন ২ টি। দিনশেষে স্ক্যান করে নিশ্চিত হওয়া গিয়েছে তার ডান পায়ের চতুর্থ আঙুলটিতে চিড় ধরা পড়েছে।
এমন ঝুঁকির ভেতরে থেকে বল করা নিয়ে ওয়াগনার বলেন,”দলের সবাইকে মাঠে কঠোর পরিশ্রম করতে দেখতে দেখতে আমি বসে থাকতে পারতাম না। তাদেরকে সাহায্য না করে আমি পা তুলে বসে থাকতে পারি না। হ্যা, আমার কিছুটা ভয়ও ছিল। আমি জানি, এখানে পৌঁছানোর জন্য আমি কী পরিমাণ পরিশ্রম করেছি এবং এখন অন্যদের পরিশ্রম করতে দেখার সময় আমি বসে থাকার পাত্র নই। আমি নিজের ভূমিকাটা পালন করার জন্য খেলতে চাই, যতক্ষণ না তারা আমাকে স্ট্রেচারে করে তুলে না যাবে, দলের জন্য যা কিছু সম্ভব তার সবটাই আমি করব।’’
তিনি আরও বলেন,’‘টেস্ট ক্রিকেটে আমার সবচেয়ে কঠিন একটা দিনই গেল। দুর্ভাগ্যবশত ইঞ্জুরিতে পড়ি কিন্তু আমি তারপরেও হাঁটতে পারছিলাম, দৌঁড়াতে পারছিলাম। আমার নিদারুণ যন্ত্রণা হচ্ছিল কিন্তু এসবই নিয়েই এগিয়ে যেতে হয়। টেস্ট ম্যাচে সহজে সুযোগ মেলে না আর দেশের পক্ষে খেলার সাথে অন্য কোনো কিছুর তুলনাও চলে না। আমার এখনো মনে হচ্ছে দলে অবদান রাখার জন্য আমাকে অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে।’’