নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চারদিকে বিপিএল এর আমেজ। এরই মধ্যে নিজেদের মত করে প্রস্তুতি সেরে নিচ্ছেন দেশীয় ক্রিকেটাররা। কিছুদিনের মধ্যেই যোগ দিবেন বিদেশি ক্রিকেটারসহ কোচরাও।
এরই মধ্যে একটি ভিডিও বার্তায় নিজের আগমনের কথা জানিয়েছেন সিলেট থান্ডারের প্রধান কোচ হার্সেল গিবস। বিপিএল এ আসতে পেরে রোমাঞ্চিত গিবস। ব্যাটে-বলে বজ্রপাতের আশা তার।
গিবসের ভাষায়, ‘এবারে বিপিএল এ সিলেট থান্ডারের প্রধান কোচ হতে পেরে আমি খুব রোমাঞ্চিত। বাংলাদেশের জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ নিতে পেরে গর্বিত মনে করছি। ভক্ত দর্শকদের সমর্থন দেখার জন্য তর সইছে না। সিলেটের ভালো একটি আসর আশা করি৷ সমর্থন দিকে ভুলবেননা৷ প্রস্তুত হোন। ব্যাটে-বলে বজ্রপাত৷ শিঘ্রই দেখা হচ্ছে।’
খেলোয়াড়ি জীবনে হার্সেল গিবসের নামের পাশে টেস্ট ক্রিকেটে ৬ হাজারের অধিক এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার ৮ হাজারের অধিক রান আছে।
কোচিং ক্যারিয়ারও বেশ শক্তিশালী তার৷ কুয়েত জাতীয় দল, টি১০ লীগসহ আরও বিভিন্ন দলের কোচ ছিলেন গিবস।