https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের দেয়া ২৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংলিশরা।
মাত্র ৮৬ রান তুলতেই টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বসেছে ইংল্যান্ড। দলীয় দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারানোর পর দলীয় ৫৯ রানে বিদায় নেন জো রুটও। সুবিধা করতে পারেননি ওপেনার জনি বেয়ারস্টোও। ৫৫ বলে ৩৬ রান করে লকি ফার্গুসেনের বলে বোল্ড হয়ে ফিরে যান বেয়ারস্টো। ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান ২২ বলের মোকাবেলায় করেন মাত্র ৯ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ২৪ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৮৯ রান। ক্রিজে অপরাজিত আছেন বেন স্টোকস এবং জস বাটলার।