নিউজ ডেস্ক »
ম্যানচেস্টারে প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাক্সওয়েল-মার্শের জোড়া ফিফটিতে ইংলিশদের সামনে ২৯৫ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় অজিরা।
শুরুটা মোটেও ভালো হয়নি অজিদের। পাওয়ারপ্লেতেই দুই ওপেনার ওয়ার্নার ও অধিনায়ক ফিঞ্চের উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। স্টোয়েনিস এক প্রান্তে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করলেও আর্চার-উড-রাশিদ ত্রয়োর বোলিংয়ে ১২৩ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া।
তবে সেখান থেকেই যেনো নতুন শুরু অজিদের! ৬ষ্ঠ উইকেটে মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলের ১১৯ বলে ১২৬ রানের অনবদ্য জুটিতে দারুনভাবে ম্যাচে কামব্যাক করে অজিরা। দু’জনেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ২৫০ এর কোটা পেরোবে কিনা সেটাই যেখানে সন্দিহান, সেখানে এই দুইজনের দূর্দান্ত জুটিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করায় অজিরা।
ম্যাক্সওয়েল ৪ ছক্কা ও ৪ চারে ৫৯ বলে ৭৭ ও মিচেল মার্শ করেন ১০০ বলে ৭৩ রান। ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার ১০ ওভারে ৫৭ রানে ও মার্ক উড নেন ১০ ওভারে ৫৪ রানে নেন ৩টি করে উইকেট। এছাড়া আদিল রাশিদ ১০ ওভারে ৫৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ২৯৫ রানের টার্গেটে ব্যাট করবে স্বাগতিক ইংল্যান্ড।
নিউজক্রিকেট২৪/ এইচএএম