নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইনজুরি থেকে ফিরে রিহ্যাব প্রক্রিয়া শুরু করেছে ওপেনার তামিম ইকবাল। মাঠে ফিরেছন আগেই। এবার ব্যাট হাতে অনুশীলন শুরু করেছেন টাইগারদের এই অভিজ্ঞ ওপেনার।
রোববার (২০ আগস্ট) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাট হাতে নেমে পড়েন তামিম। দুপুর আড়াইটার দিকে ব্যাট হাতে নামেন তামিম। প্রায় মিনিট বিশেকের মতো ব্যাট চালান তারকা এই ওপেনার। এ সময় বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম নেটের পেছনে সর্বক্ষণই সবকিছু পর্যবেক্ষণ করছিলেন ।
প্রথম দিনে অবশ্য থ্রোয়ারের বল খুব বেশি গতির দেখা যায়নি। তবে সব বলকেই বেশ সাবলীল ভাবেই সামলাতে দেখা গেছে তামিমকে। ব্যাটিং অনুশীলন শেষে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে তামিম চলে যান মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে।
মূল মাঠে গিয়ে নতুন করে বিসিবির সঙ্গে যুক্ত হওয়া পুনর্বাসন কেন্দ্রের প্রধান কিরন থমসকে নিয়ে খানিকক্ষণ রানিং করেন তামিম। এ ছাড়া থমস তাকে বেশ কিছু শারীরিক চর্চাও দেখিয়ে দেন।
আরএ/নিউজক্রিকেট২৪