ব্যাট করার সময় কেমন ছিল স্টোকস-বাটলারের মানসিক অবস্থা?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসরের পর্দা নামলো লর্ডসে। বিশ্বকাপের ইতিহাসে এমন উত্তেজনার ম্যাচ হয়নি আর কখনও। অদূর ভবিষ্যতে হবে কিনা সেটাও জানা নেই।

নিউজিল্যান্ডের দেয়া ২৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ধারাবাহিক বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ডকে একাই টেনে নিয়ে যান অলরাউন্ডার বেন স্টোকস। ম্যাচ টাই হলেও অপরাজিত ছিলেন স্টোকস। মূলত জস বাটলারের সাথে মিলে লম্বা জুটি গড়েই দলকে টেনে নিয়ে গিয়েছিলেন স্টোকস।

ম্যাচ শেষে তাই সেই অনুভূতি ব্যক্ত করতে আবেগঘন হয়ে পড়েন এই অলরাউন্ডার। স্টোকস বলেন, ‘সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করতে পারছি না। এখানে আসতে গত চার বছরে কঠর পরিশ্রম করতে হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হবার অনুসভূতি অসধারণ। তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং ছিল। দলে অসাধারণ ক্রিকেটার রয়েছে।’

কেন উইলিয়ামসনকে শান্তনা দিতে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান স্টোকস। ‘আমি কেনের সাথে কথা বলেছি। দুঃখ প্রকাশ করেছি আমি।’

এদিকে ম্যাচ শেষে জস বাটলার তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘ক্রিকেটের সব রোমাঞ্চ আমি দেখে ফেলেছি বলে মনে হচ্ছে। অসাধারণ ছিল, ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। আমি আর স্টোকস মাঠে থাকলে রান রেট নিয়ে খুব বেশি সমস্যা হবে না সেটা জানতাম। আমাদের জয় এনে দিয়েছে ভালো জুটি। নিউজিল্যান্ডের উপর চাপ প্রয়োগ করতে চেয়েছি সবসময়। শেষটা এমন হবে ভাতে পারিনি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »