কারানের হ্যাটট্রিকে টুর্নামেন্টে প্রথম হার দেখলো দিল্লি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের ১৩তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ১৪ রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলা দিল্লি এই প্রথম হারের মুখ দেখলো।

টস হেরে ব্যাট করতে নামা কিংস ইলেভেন পাঞ্জাবের শুরুটা খুব বেশি ভালো হয়নি। দলীয় ৩৬ রানে দুই উইকেট হারানো পাঞ্জাবের হাল ধরেন সরফরাজ খান এবং ডেভিড মিলার। সরফরা ৩৯ এবং মিলার ৪৩ রানের ইনিংস খেলে আউট হলে দেখেশুনে ব্যাট চালাতে থাকেন মন্দিপ সিং। তবে দলের বাকি ব্যাটসম্যানরা তাকে সঙ্গ দিতে না পারলে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রানের মাঝারী পুঁজি পায় পাঞ্জাব। মন্দিপ অপরাজিত থাকেন ২৯ রানে।

এদিকে ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১ রানে পৃথ্বী শ’র উইকেট হারায় দিল্লি। তিনে নামা শ্রেয়াস আইয়ারকে সাথে নিয়ে ৬০ রানের জুটি গড়েন শিখর ধাওয়ান। আইয়ার ২৮ রানে বিদায় নিলে ধাওয়ানও বিদায় নেন ৩০ রানে। পঞ্চম উইকেট জুটিতে রিশাব পান্থ এবং কলিন ইনগ্রাম মিলে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন এই দুই ব্যাটসম্যান। পান্থ শামির বলে বোল্ড হয়ে ফিরে যাওয়ার পর ৩ রানের ব্যবধানে ফিরে যান ইনগ্রামও। শেষ দিকে নিচের সারির ৬ ব্যাটসম্যান ৪ রানের গণ্ডি পার হতে না পারলে দিল্লি বরণ করে নেয় ১৪ রানের হার।

স্কোরঃ
কিংস ইলেভেন পাঞ্জাবঃ ১৬৯/৯, (২০ ওভার), মিলার ৪৩, সরফরাজ ৩৯, মন্দিপ ২৯*
মরিস ৩০/৩, লামিচানে ২৭/২, রাবাদা ৩২/২

দিল্লি ক্যাপিটালসঃ ১৫২, (১৯.২ ওভার), পান্থ ৩৯, ইনগ্রাম ৩৮, ধাওয়ান ৩০
কারান ১১/৪, শামি ২৭/২, অশ্বিন ৩১/২
ফলাফলঃ কিংস ইলেভেন পাঞ্জাব ১৪ রানে জয়ী
ম্যাচ সেরাঃ স্যাম কারান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »