বোলিং লাইনআপকে শক্তিশালী করতে মুসাকে দলে ভেড়াল চট্টগ্রাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। প্লেয়ার ড্রাফটের পরও দলকে শক্তিশালী করতে দলে বেশ কয়েকজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার আরো একজনকে দলে ভেড়ালো এই দল।

প্লেয়ার ড্রাফটের পর নিজেদের দল আরো মজবুত করতে কয়েকজন ব্যাটসম্যানকে দলে নিযুক্ত করেছে চট্টগ্রাম। ব্যাটিংয়ের পর এবার বোলিং লাইনআপকে ভয়ঙ্কর করতে পাকিস্তানি পেসার মুসা খানকে দলে ভিড়িয়েছে তারা।

পাকিস্তানি এই পেসার ঘন্টায় ১৪০ কি.মি. বেগে গতির ঝড় তুলে আলোচনায় এসেছে। আর সেই আলোচনাকে কেন্দ্র করেই তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসা খানকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম।

মুসা খান তার ছোট্ট ক্যারিয়ারে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই ১০ ম্যাচে মাঠে নেমে ১২টি উইকেট শিকারের আনন্দে আনন্দিত হয়েছেন তিনি। অর্থাৎ ১০ ম্যাচে ১২ টি উইকেট শিকার করেছেন। সাথে গতির ঝড় তো আছেই।

 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ-

দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, পিনাক ঘোষ, মুক্তার আলী, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী ও জুবায়ের হোসেন লিখন।

বিদেশি: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ) ও মুসা খান (পাকিস্তান)।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »