নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ম্যাচে ব্যাট হাতে যতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন মাহমুদুল্লাহ রিয়াদ, ঠিক একইভাবে বোলিটাও সমানভাবে উপভোগ করেন জাতীয় দলের এই অলরাউন্ডার। ২০০৭ সালে জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শুরুটা একজন অলরাউন্ডার হিসেবেই। ক্যারিয়ারের শুরুর দিকে একজন অলরাউন্ডার হিসেবেই খেলেছেন জাতীয় দলের হয়ে সবকটি ম্যাচ।
কিন্তু হঠাৎ কোন এক অজানা কারনে নিয়মিত বোলিং করা নিয়ে ছেঁদ পড়ে মাহমুদুল্লাহ রিয়াদের বোলিং ক্যারিয়ারে। ২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত মাত্র দুইবার ওয়ানডেতে ১০ ওভারের কোটা পূরন করানো হয়েছে রিয়াদকে দিয়ে।
নিজের ওয়ানডে ক্যারিয়ারে ১৮৫ ম্যাচের মধ্যে বল করার সুযোগ মেলেছে ১৩৫ ম্যাচে, আর তাতেই রিয়াদের নামের পাশে যুক্ত হয়েছে ৭৬ টি ওয়ানডে উইকেট। সাদা পোশাকে বল হাতে ৬৩ ইনিংসে নিয়েছেন ৪৩ উইকেট আর টি-টুয়েন্টিতে রিয়াদের শিকার ৩১।
পার্টটাইম বোলিং করেও রিয়াদের নামের পাশে এই উইকেট সংখ্যা গুলো প্রমাণ করে নিয়মিত হাত ঘুরানোর সুযোগ থাকলে দলকে দেওয়ার মতো আরো অনেক কিছু আছে রিয়াদের।
৩ বছর পর জাতীয় লিগে ফেরার ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ানোর পাশাপাশি বল হাতে বাজিমাত করেছেন উভয় ইনিংসে। উভয় ইনিংসে রিয়াদ নিজের ঝুলিতে নিয়েছেন ৩ টি করে উইকেট।
এনসিএলে নিজের প্রত্যাবর্তন ম্যাচে ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে নিজের বোলিং নিয়ে কথা বলেন রিয়াদ।এই সময় বোলিং করা নিয়ে রিয়াদ জানান, ‘ম্যাচে বল করাটা আমি সবসময় উপভোগ করি, আমি সবসময় বোলিং করতে চাই। কারন আমার মনে হয় বোলিং করলে আমি নিজের মধ্যে বাড়তি একটা আত্মবিশ্বাস পাই যেটা আমাকে ব্যাটিংয়েও সহায়তা করে। জাতীয় দল কিংবা ঘরোয়া লিগ সব জায়গায় আমি বোলিং করতে মুখিয়ে থাকি। যদি নিয়মিত বোলিং এর সুযোগ মেলে তাহলে আমি চেষ্টা করবো দলের প্রত্যাশা পূরন করতে।’