https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের পেসারদের ইনজুরি যেন নিত্য সঙ্গী। জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটে যে পেসার রয়েছেন তারা যেন সখ্যতা করে থাকেন ইনজুরির সাথে। কখনও কখনও আবার পেসারদের ইনজুরি লুকিয়েও ম্যাচ খেলার অভিযোগ পাওয়া যায়। অন্যদিকে শতভাগ ফিট খেলোয়াড় যে সবসময় মাঠে নামানো হয় না তার বড় উদাহরণ বিশ্বকাপে মাশরাফি-সাইফউদ্দিনরা।
বাংলাদেশ দলের পেসারদের ইনজুরিমুক্ত রাখতে এবার আরও অত্যাধুনিক প্রযুক্তির দিকে নজর দিচ্ছে বিসিবি। বিসিবি চিকিৎসক দেবাশীষ বিশ্বাসের ধারণা নতুন এই প্রযুক্তির ব্যবহার করতে পারলে পেসাররা থাকতে পারে ইনজুরিমুক্ত।
দেবাশীষ বিশ্বাস বলেন, ‘সব ক্রিকেটারদেরকে আমরা একটা ওয়ার্কলোড এর ভিতরে নিয়ে আসতে চাচ্ছি আমরা। যেখানে প্রতিটি ক্রিকেটার কতটা ব্যটিং করছে, বোলিং করছে বাঁ কতটা বোলিং করবে প্রতিদিন ও প্রতি সপ্তাহে সেটার বৈজ্ঞানিক নীতিমালা রয়েছে। সাকিব, মাশরাফি, সাইফউদ্দিন তারা সবাই কিন্তু ওয়ার্কলোডের আওতাভুক্ত রয়েছে। বৈজ্ঞানিক এই পদ্ধতিটি অনেক ভালো ভালো দেশেই প্রয়োগ করে থাকে। বিসিবিতে আমরা সব বোলারদের জন্য এই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অনুসরণ করছি।’