https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) কার্যালয়ে বোর্ড সভায় যোগ দিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর কথা রয়েছে মাশরাফির। তবে ঘটা করে যে বিদায় হতে যাচ্ছে নড়াইল এক্সপ্রেসের সেটা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে বাংলাদেশের মাটিতে আপাতত নেই কোনো ওয়ানডে সিরিজ। তাই মাশরাফির অবসরের অপেক্ষাও বেড়ে চলেছে।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের পর সাথে জিম্বাবুয়েকে যুক্ত করে হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। সেতা অবশ্য টি-২০ ফরম্যাটে হবে। মাশরাফিকে অবসরে পাঠেয়াতে হলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানদে সিরিজ খেলার ভাবনা বিসিবির পক্ষ থেকে ভেবে রাখা হয়েছিল আগে থেকেই। অপেক্ষা শুধু ছিল মাশরাফির মতামতের।
আজকের এই সভায় মাশরাফির অবসরের সিদ্ধান্তের ব্যাপার পরিষ্কার হবার পাশাপাশি আসতে পারে নতুন হেড কোচের নাম।