বোর্ড সভাতেও ঠিক করা যায়নি ওয়ানডে অধিনায়ক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্যদের জরুরী সভাতেও ওয়ানডে দলের নতুন অধিনায়ক নির্বাচন করা যায়নি। তবে অধিনায়ক নির্বাচনের জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেই দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত সভাতে নেয়া হয়েছে। বিচেনায় থাকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই অধিনায়কের নাম ঘোষনা করা হবে

মঙ্গলবার (০৮ আগস্ট) মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে সভা শেষে সাংবাদিকদের বকেতঅ জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘আপনারা জানেন যে, আজকে আমাদের একটা ইমার্জেন্সি মিটিং ছিল। ইমার্জেন্সি মিটিং ডাকার জন্য একটা কারণ ছিল সেটা ক্যাপ্টেন্সির ব্যাপারে। মূলত এশিয়া কাপের ক্যাপ্টেন নির্বাচনের কথা ছিল। আমরা আজকে বোর্ড সভায় বসেছিলাম। পরে বোর্ড থেকে আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে অধিনায়ক নির্বাচন করার জন্য, ক্যাপ্টেন সিলেক্ট করার জন্য আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি।’

আগামী কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি জানান। জালাল ইউনুস বলেন, ‘তিনি (বিসিবি সভাপতি) এখন ভেবে-চিন্তে যে কয়জন সম্ভাব্য প্রার্থী আছে ক্যাপ্টেনসির জন্য তাদের সঙ্গে কথা বলে আমাদের জানাবেন। আমরা ফাইনাল করব। আশা করি, আমরা দিন দুই-তিনের মধ্যে, ১২ সেপ্টেম্বরের (১২ আগস্ট হবে, ভুল করে বলেছেন) আগে আমাদের ডেডলাইন আছে, তার আগে আমরা ক্যাপ্টেন নির্বাচন করে আপনাদের জানিয়ে দেবো।’

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »