“বেল বিহীন স্ট্যাম্পে চললো অ্যাশেজ”

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাড়া বা মহল্লার ক্রিকেট নয়, চলছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মর্যাদার লড়াই অ্যাশেজ। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে গতকাল (৪ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছে এ দুইদল। আর এ ম্যাচের মধ্য দিয়েই এক বিস্ময়কর ঘটনার সাক্ষী হলো বিশ্বক্রিকেট। ৯ টি বলের খেলা চললো বেল বিহীন স্ট্যাম্পে।

পাঁচ ম্যাচ সিরিজের ১-১ সমতায় থেকে ৪র্থ টেস্ট খেলতে নেমছে অস্ট্রেলিয়া ও স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচ শুরু হওয়ার পর ম্যানচেস্টারে দেখা দিলো পালাক্রমে বৃষ্টি আর প্রবল বেগে বাতাসের হানা। বাতাসের বেগ এতোটাই প্রবল ছিলো যে, খেলা চলাকালীন সময়ে বেশ কয়েকবার স্ট্যাম্প থেকে বেল মাটিতে পতিত হয়। এমন সময় এক অবাক করা সিদ্ধান্ত নেয় আম্পায়াররা। ইনিংসের ৩২ তম ওভার চলাকালীন সময়ে আইসিসির নিয়মের ৮.৫ ধারা অনুযায়ী স্ট্যাম্প থেকে বেল সরিয়ে নেন আম্পায়াররা। যার ফলে ৯ বলের খেলা চলে বেল বিহীন স্ট্যাম্প দিয়ে।

এ নিয়ে ইংলিশ অধিনায়ক জো রুট ও পেসার স্টুয়ার্ট ব্রড অসম্মতি জানালেও, তাতে কোনো লাভ হয় নি। কারণ আইসিসির নিয়মাবলির মধ্যে স্পষ্টভাবে রয়েছে– আম্পায়াররা যদি প্রয়োজন মনে করেন, তবে বেল ছাড়া স্ট্যাম্প দিয়েই খেলা চালানো যাবে। ৩১.৩ ওভারের পর থেকে ৩৩ ওভার পর্যন্ত অর্থাৎ মাত্র ৯টি বল বেল বিহীন স্ট্যাম্পে খেলতে হয় এ দুই দলকে। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো। এর আগে ২০১৭ সালে আফগানিস্তান বনাম উইন্ডিজদের ম্যাচও স্ট্যাম্প থেকে বেল সরিয়ে নিয়েছিলেন আম্পায়াররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »