নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাউন্ট মঙ্গানুইতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলা আপততো বন্ধ রয়েছে।
বে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ফিন অ্যালেনের (২) উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় উইকেটে টিম শেইফার্ট ও ড্যারেণ মিচেল ৩৬ বলে ৪৯ রানের জুটি গড়েন। শেইফার্ট বেশি আগ্রাসী ছিলেন। দলীয় ৫৮ রানে ২৩ বলে ৪৩ রান করা শেইফার্টের উইকেট তুলে নেন তানজিম সাকিব। ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
ইনজুরির কারণে এই ম্যাচে খেলছেন না ওপনার লিটন দাস। তার পরবির্তে খেলছেন শামীম পাটোয়ারী। প্রথম ম্যাচ জিতে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে শান্তর দল।
নিউজক্রিকেট২৪/আরএ