নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এখনকার সময়ে অনুষ্ঠিত হওয়া সিরিজগুলোতে যেনো বৃষ্টি ঘিরে ধরেছে। ফলে সিরিজের সময়সূচীতেও আনা হচ্ছে পরিবর্তন। সম্প্রতি বৃষ্টির কারণে শ্রীলঙ্কা ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের সিরিজেও সূচী পরিবর্তন করা হয়েছে। আর তাদেরই দেখানো পথে হাঁটলো পাকিস্তান। বৃষ্টিতে সিরিজ পণ্ড হওয়ার ভয়ে সিরিজের সময় সূচিতে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আজ (২৭ সেপ্টেম্বর) করাচির ২২ গজে ১ম ওয়ানডেতে মাঠ মাতানোর কথা ছিলো স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার। দীর্ঘদিন পর পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ায়, পাকিস্তানি সমর্থকদের মধ্যেও ছিলো আলাদা এক উত্তেজনা।
তবে ভক্তদেরকে হতাশ করেছে অবিরত বৃষ্টির ধারা। বৃষ্টির কারণে পণ্ড হয়েছে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ২৯ সেপ্টেম্বর। তবে আবহাওয়া অফিস থেকে জানা যায়, এ দিন পর্যাপ্ত পরিমাণে দেখা দিবে বৃষ্টির হানা। আর তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, দ্বিতীয় ওয়ানডের ২৯ সেপ্টেম্বরের জায়গায় ৩০ সেপ্টেম্বর আয়োজন করার।
উল্লেখ্য, দ্বিতীয় ওয়ানডের সূচি পরিবর্তন হলেও, ঠিকঠাক থাকছে বাকি ম্যাচগুলোর পুরোনো সময়সূচিই।