বৃষ্টি আইনে সিরিজ জয় ভারতের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ২২ রানের জয় পেয়েছে ভারত।

টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় ভারত। রোহিত শর্মা ও শিখর ধাওয়ান মিলে গড়েন ৬৭ রানের জুটি। ব্যক্তিগত ২৩ রানে কিমো পলের বলে ফিরে যান ধাওয়ান। ৫১ বলে ৬৭ রানের নির্ভরযোগ্য ইনিংস খেলেন আরেক ওপেনার রোহিত শর্মা। বিরাট কোহলির ২৮ এবং ক্রুনাল পান্ডিয়ার ১৩ বলের ২০ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ক্যারিবিয়ানরা। সেখান থেকে দলকে টেনে তোলেন রভম্যান পাওয়েল ও নিকোলাস পুরান। ৩৪ বলে ১৯ রানের ধীর গতির ইনিংস খেলেন পুরান। সমান সংখ্যক বল খেলে ৫৪ রানের ইনিংস খেলে বিদায় নেন ক্রুনাল পান্ডিয়ার বলে। ইনিংসের ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে উইন্ডিজ ৯৮ রান তুললে ম্যাচে হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত অপেক্ষা করে ম্যাচটি বাতিল ঘোষণা করেন আম্পায়াররা। ফলে বৃষ্টি আইনে ম্যাচিতি ২২ রানে জিতে নেয় ভারত।

তিন ম্যাচ টি-২০ সিরিজের দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »