”বুড়ো হাড়ের” ভেলকি দেখালেন ইরফান , শচীন-সেবাগদের সহজ জয়

নাফিসুল হক »

সারা দুনিয়ায় মানুষ নিরাপদ সড়ক চাই। এরই অংশ হিসেবে ক্রিকেটাররাও কেন বসে থাকবেন ! অবসর ভেঙ্গে ক্রিকেট মাঠে ফিরেছেন ভারত শ্রীলংকা সহ কয়েকটি দেশের গ্রেট ক্রিকেটাররা। ভারতে চলছে নিরাপদ সড়কের জন্য আয়োজিত কিংবদন্তি ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল এতে মুখোমুখি হয়েছিলেন ইন্ডিয়া লেজেন্ডস বনাম শ্রীলংকা লেজেন্ডেস।
ইন্ডিয়ার নেতৃত্ব দিচ্ছেন শচীন টেন্ডুলকার অন্যদিকে শ্রীলংকার নেতৃত্বে ছিলেন দিলশান। টসে জিতে দিলশান বাহিনীকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় শচীন। নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৮ রান করতে সক্ষম হয় শ্রীলংকা লেজেন্ডেস। উইকেট হারায় ৮ টি। দলের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। দিলশান এবং কাপুগেদারা করেন সর্বোচ্চ ২৩ রান করে। বল হাতে ইন্ডিয়া লেজেন্ডেস এর মুনাফা প্যাটেল ছিলেন দুর্দান্ত। একাই ৪ উইকেট স্বীকার করেন। এছাড়াও ইরফান পাঠান , জহির খান , মানপ্রীত গনী এবং সঞ্জয় একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে শচীন শূন্য রানে ফিরেন সাজ ঘরে। শেবাগ ও ফিরেন তিন রান করে। কিন্তু এর পর দলের হাল ধরেন মোহাম্মদ কাইফ এবং ইরফান পাঠান। কাইফের ৪৫ বলে ৪৬ রান এবং ইরফান পাঠানের ৩১ বলে হার না মানা ৫৭ রানে ৫ উইকেটের সহজ জয় পায় ইন্ডিয়া লেজেন্ডস। শ্রীলংকার চামিন্দা ভাস বল হাতে ছিলেন সবচেয়ে মিতব্যয়ী। ৩ ওভার বল করে ৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি।
ম্যাচসেরা হয়েছেন ইরফান পাঠান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »