বুলবুলে আটকা পড়েছেন বোর্ড প্রেসিডেন্ট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘূর্ণিঝড় বুলবুলে মহাবিপদ সংকেত দেখানো হয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অস্বস্থিতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গের জন-সাধারণের জীবন। প্রাকৃতিক এই দূর্যোগের ফলে আটকা পড়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রবিবার(১০ নভেম্বর) ভারতের নাগপুরে অলিখিত ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে সমান একটি করে জয়ের ফলে শেষ ম্যাচ দাঁড়িয়েছে সিরিজ নির্ধারনী ম্যাচ হিসেবে।

এই ম্যাচে বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য ভারতে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার(৯ ডিসেম্বর) ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের ফলে কলকাতার সব ফ্লাইট জরুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শনিবার(৯ ডিসেম্বর) কলকাতায় আটকে পড়েন বিসিবি সভাপতি। ফলে শনিবার রাত কাটাতে হয় কলকাতায়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ রবিবার নাগপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রথমে যেতে হবে দিল্লী। দিল্লী থেকে উঠবেন নাগপুরের বিমানে। দুপুর নাগাদ পৌঁছাবেন টাইগারদের ম্যাচের ভেন্যু নাগপুরে।

উল্লেখ্য, নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশ। নাগপুরে তৃতীয় ও শেষ ম্যাচে জয়ী দল পাবে সিরিজ জয়ের স্বাদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »