নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ হোসেন ইমাম আর আমাদের মাঝে নেই। আজ বেলা ৩টা বেজে ১১ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তার মৃত্যতে শোক প্রকাশ করেছে বিসিবি।
হৃদরোগে আক্রান্ত জনাব ইমাম হোসেন দীর্ঘদিন যাবৎ রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আজ বিকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
ক্রিকেটারদের নিরাপত্তায় নির্ভরতার প্রতীক ছিলেন জনাব ইমাম হোসেন। তার মৃত্যতে শোকাহত ক্রিকেটাঙ্গনের সকলেই। বিসিবিও শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছে। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছে গভীর সমবেদনা