নিউজ ডেস্ক »
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক ও বিসিবির চাকরিভুক্ত ম্যাচ রেফারি দেবব্রত পাল চাকরি ছেড়ে দিয়েছেন। তবে এরমধ্যে তাকে দেখা দিয়েছে সরকারের বিরুদ্ধে মিছিল করতে।
রোববার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন দেবব্রত পালের পদত্যাগ করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বিসিবির সিইও জানান, ব্যক্তিগত কারণেই বিসিবির চাকরি ছেড়েছেন তিনি। তবে এ বিষয়টি নিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলো কোন সাড়া পাওয়া যায়নি।
তবে জানা গিয়েছে, সরকারের বিরুদ্ধে দেবব্রত পালের মিছিলে অংশ নেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি বিসিবি। তাকে মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ করাও হয়েছে।
আরো জানা যায়, বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু দেবব্রত পালকে জিজ্ঞেস করেছিলেন, ‘ম্যাচ রেফারির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এমন কিছু করতে পারেন কিনা?’ এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি দেবব্রত।
হয়তো এসব কারণেই বিসিবির গুরুত্বপূর্ণ পদের চাকরি ছেড়ে দিয়েছেন তিনি।