‘বিসিবি বসে কৃতজ্ঞ ইমরুল কায়েস’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ সময় ধরেই দেখা পাওয়া যাচ্ছিলো না ইমরুল কায়েসের। চলতি মাসেই শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। ঘরোয়া এ টুর্নামেন্ট নিয়ে সর্বস্তরের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা গেলেও কোথায় যেনো হারিয়ে গিয়েছিলেন তিনি। আজ (২ অক্টোবর) ইমরুলের আড়ালে থাকার কারণ জানা গেলো। অনুশীলনে তিনি নিজেই জানিয়েছেন, কেনো তিনি এতোদিন আড়ালে ছিলেন।

গণমাধ্যম কর্মীদের কাছে জানিয়েছেন তার আড়ালে থাকার কারণ। ছেলের অসুস্থতার কারণেই মূলত তাকে এতোদিন ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে। এ সময় তিনি জানান, ‘আমার ছেলের ডেঙ্গু হয়েছিলো। যার ফলে ওকে আমি হাসপাতালে ভর্তি করেছিলাম। তবে যেদিন ওকে হাসপাতাল থেকে ছাড়ার কথা অর্থাৎ রিলিজ দেওয়ার কথা, সেদিন ওর অবস্থা গুরুতর হয়। যার কারণে ওর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাড়ি জমাতে হয় আমাকে।’

একদিনের মধ্যে সিঙ্গাপুরের ভিসার ব্যবস্থা করে দেওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ধন্যবাদ দিতে ভুললেন না তিনি। এ সময় ইমরুল জানান, ‘পাপন ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। কেননা তিনি আমাদের একদিনের মধ্যে ভিসা পেতে সাহায্য করেছেন। সিঙ্গাপুরের ডাক্তাররা বলেছে, আর একদিন দেরি হলেই খুব খারাপ কিছু হতে পারতো। সুতরাং পাপন ভাইকে অনেক অনেক ধন্যবাদ।’

ইমরুলের ছেলে এখন স্বাভাবিক। গত মৌসুমে জাতীয় লিগের প্রথম ম্যাচে ইমরুলকে না দেখা গেলেও, এবারের মৌসুমে প্রথম ম্যাচ থেকেই খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »