https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
পাকিস্তান ক্রিকেট দল ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে মিকি আর্থারের অধীনে থেকেই। ফলে আস্থার পারদটা একটু উর্ধ্বমূখী ছিল তাদের। তবে সেটা কিছুটা নিম্নগামী হয় গত বিশ্বকাপের পর।
বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে ধবলধোলাই হবার পর বিশ্বকাপের শুরুটাও তিক্ততায় ঘেরা ছিল পাকিস্তানের। শেষের দিকে কিছুটা ভালো করলেও সেমি ফাইনালে যাওয়ার জন্য সেটা যথেষ্ট ছিল না। প্রথম রাউন্ডে বাদ পড়ার পর বরখাস্ত করা হয় হেড কোচ মিকি আর্থারকে।
শুধু আর্থারই নয়, পুরো কোচিং স্টাফকে ঢেলে সাজানো হয়েছে পিসিবির পক্ষ থেকে। তবে মিকি আর্থারের দাবি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে পিসিবির কর্তারা!
আর্থারের ভাষ্য, ‘আমার কষ্ট শুধু একটাই। যাদের বিশ্বাস করেছিলাম তারা সেটা রাখতে পারেনি। পিসিবির উচ্চ পর্যায়ের কারো কথা বলছি না, যারা কমিটিতে ছিল তাদের কথাই বলছি। তাদের উপর বিশ্বাস রেখেছিলাম। কিন্তু তারা মুখে একটি বলে করেছে অন্যটি।’
পাশাপাশি বর্তমান কোচ মিজবাহ উল হককে শুভ কামনাও জানিয়েছেন সাবেক এই কোচ। ‘মিজবাহ ভালো করবে বলে আমি আশা করি। সে ভালো মানুষ। পাকিস্তান ক্রিকেটও এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পাকিস্তান ক্রিকেটের গড ফাদার সে। কষ্টের ব্যাপার হল এই চাকরির প্রতিটি সেকেন্ড উপভোগ করেছিলাম আমি।’