বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

চার বছর পর বিশ্বকাপ শুরু। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডে ফরম্যাটে বর্তমানে বিশ্বের সেরা দল ইংল্যান্ড। গত কয়েক বছর ধরে ফর্মের তুঙ্গে থাকা ইংল্যান্ড এবারের বিশ্বকাপে মাঠে নামছে ফেভারিটের তকমা গায়ে নিয়েই। সাম্প্রতিক ফর্মও কথা বলছে ইংলিশদের পক্ষে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে যে ভয়ঙ্কর রূপ দেখিয়েছে ইংলিশ ক্রিকেটাররা সেই ধারা বজায় রাখতে চাইবে পুরো বিশ্বকাপের আসর জুড়েই। তাছাড়া প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১৭ ওভারেই ম্যাচ জয় করে নেয়াও ইঙ্গিত দিচ্ছে ইংলিশ ক্রিকেটারদের শক্ত অবস্থানের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে আলো ছড়াতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট এবং অধিনায়ক ইয়ন মরগানের মত ব্যাটসম্যানরা। অন্যদিকে বল হাতে গতির ঝড় তোলবেন জোফরা আর্চার, বেন স্টোকস ও ক্রিস ওকসরা।

বিশ্বকাপে ফেভারিটের তকমা গায়ে নেই দক্ষিণ আফ্রিকার। চোকার্স হিসেবে খ্যাত দক্ষিণ আফ্রিকা এবার কোন পরিণতি বরণ করে নেয় সেটা বলে দিবে সময়ই। ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে থাকা দক্ষিণ আফ্রিকাও ওয়ানডেতে রয়েছে দুর্দান্ত ফর্মে। সর্বশেষ ১০ ওয়ানডেতে তাদের হার মাত্র দুই ম্যাচে। যেখানে সব শেষ টানা চয় ম্যাচেই রয়েছে জয়। অন্যদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় স্কোর গড়ে জয় পাওয়া ইংল্যান্ডের কন্ডিশন বাগে আনতে সাহায্য করবে প্রোটিয়াদের।

দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে আলো ছড়াতে পারেন অভিজ্ঞ হাশিম আমলা। সাথে উইকেটরক্ষক কুইন্টন ডি ককও রয়েছেন তুমুল ফর্মে। পাশাপাশি অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সাথে ফিনিশিংয়ের কাজটা করতে পারেন ডেভিড মিলার। বল হাতে দক্ষিণ আফ্রিকার সেরা পেসার কাগিসো রাবাদাকে সাহায্য করবেন আরেক গতি তারকা লুঙ্গী এনগিটি। বিশ্বমানের স্পিনার ইমরান তাহিরও ভেল্কি দেখাতে মুখিয়ে থাকবেন ইংলিশদের বিপক্ষে।

দুই দলের সম্ভাব্য সেরা একাদশ-

ইংল্যান্ড: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, জস বাটলার, বেন স্টোকস, জেমস ভিন্স, মঈন আলি, ক্রিস ওকস, জোফরা আর্চার, মার্ক উড।

দক্ষিণ আফ্রিকা: হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, ভান ডের ডাসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দেল ফেলোকায়ো, কাগিসো রাবাদা, লুঙ্গী এনগিডি, ক্রিস মরিস, ইমরান তাহির।

বৃসহস্পতিবার বিকাল ৩:৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, টেন স্পোর্টস, গাজি টিভি, মাছরাঙা টিভি ও বিটিভি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »