বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার মালিক এখন গেইল

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

সারাবিশ্বে ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের। আধুনিক ক্রিকেটে যেখানে চার-ছক্কার ফুলঝুরি থাকে সেখানে গেইলের মত ব্যাটসম্যান কি আর পেছনে পড়ে থাকতে চাইবেন কোনোভাবে। বিশ্বকাপে সর্বাধিক ছক্কার রেকর্ডটা নিজের নামেই করে নিলেন তিনি।

ক্রিস গেইল এই বিশ্বকাপ সহ খেলছেন মোট পঞ্চম বিশ্বকাপ। এই বিশ্বকাপের আসর শুরুর আগেই দক্ষিণ আফ্রিকার আরেক বিশ্বসেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের সাথে বিশ্বকাপে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটার পাশেই ছিলেন। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠে নেমে ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গেছেন তিনি। ব্যক্তিগত ৫০ রানের ইনিংস খেলার দিন তার ব্যাট থেকে এসেছে ৩টি ছক্কা। ফলে ডি ভিলিয়ার্সের ৩৭ ছক্কার রেকর্ডকে পেছনে ফেলে বিশ্বকাপে সর্বাধিক ৪০ ছক্কার রেকর্ড এখন গেইলের।

এদিকে বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা হাকানোর রেকর্ডের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। পন্টিংয়ের ছক্কার সংখ্যা ৩১টি। ২৯টি ছকা নিয়ে চারে ব্র্যান্ডন ম্যাককালাম ও ২৮ ছক্কা নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে হার্শেল গিবস।

সবে তো বিশ্বকাপ শুরু। তাই নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এই রেকর্ডকে আরও উপরে নেয়ার সুযোগ রয়েছে এই ব্যাটিং দানবের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »