https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে হচ্ছে ৫০০ রান! এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে আগেই। কেননা ইংল্যান্ডের মাঠগুলোতে এবার ৪০০ রানের স্কোরকার্ড নামিয়ে বসানো হচ্ছে ৫০০ রানের স্কোরকার্ড। হতেই তো পারে। একটা সময় ওয়ানডে ফরম্যাটে যেখানে ৩০০ রান করতে হিমশিম খেতে হত ব্যাটসম্যানদের সেখানে বর্তমান সময়ে ৩০০ ছাড়ানো ইনিংস টপকানোও যেন বাঁ হাতের খেল। যার বড় প্রমান ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ।
এসব পরিকল্পনা মাথায় রেখেই বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস বিশ্বকাপের ম্যাচে ব্যাটিং নিয়ে ছক কষছেন আপন মনে। তিনি মনে করেন ব্যাটিং লাইনআপ যত লম্বা করা যায় ততই ভালো হবে বড় লক্ষ্য তাড়া করার ক্ষেত্রে।
রোডস বলেন, ‘দলে লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে খেলার চেষ্টা করছি। ব্যাটিংয়ে অতো পারদর্শি নয় এমন যাতে একজন বোলার থাকে সেই চেষ্টা করছি। এতা বড় লক্ষ্য তাড়া করতে সাহায্য করবে। বড় রান তাড়া করার সময় শেষের দিকে তিন-চারটা উইকেট পড়ার সম্ভাবনা থাকে।’
মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারে ব্যাটসম্যানদের সক্ষমতা নিয়ে রোডসের ভাষ্য, ‘সাব্বির ঝড়ো ব্যাটিং করতে পারে। শেষের দিকে রান বাড়ানোর সামর্থ্য তার রয়েছে। ওভার প্রতি ৭ করে প্রয়োজন হলে বুঝতে হবে কাজটা তারই শেষ করে আসতে হবে। মাহমুদউল্লাহও এমনই। মোসাদ্দেককে তো আপনারা দেখেছেনই। মিঠুন, মিরাজ, সাইফউদ্দিনকেও আমরা ব্যাট করাতে চাই শেষে। পাঁচ, ছয়, সাত, আট, নয় এমন পজিশনে খেতে পারে তারা। মাশরাফিও রয়েছে।’