বিশ্বকাপে বাংলাদেশী শিশুদের দারুণ শুরু

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ শুরু হবার আগে পথশিশুদেরকে নিয়ে হচ্ছে আরও একটি বিশেষ বিশ্বকাপ। যার নাম দেয়া হয়েছে ‘স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ’। বাংলাদেশ থেকে বিসিবি খুঁজে বের করেছে এমনই ৮ জন শিশুকে। এবং এই পথশিশুদেরকে এই বিশ্বকাপে অংশ নিতে পাঠানো হয়েছে ইংল্যান্ডে।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই শিশুরা ইতোমধ্যে খেলে ফেলেছে তিনতি ম্যাচ যেখানে জয়ের দেখা পেয়েছে দুটিতে। আজ (৪ মে) মরিশাসের বিপক্ষে বাংলাদেশের এই শিশুরা জয় পেয়েছে ১৩ রানে। অন্যদিকে উইন্ডিজের শিশুদের বিপক্ষেও জয়ের হাসিই হেসেছে বাংলাদেশের এই পথশিশুরা। তিন ম্যাচের মধ্যে ভারত ( দক্ষিণের) বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ফলে সামনে সুযোগ রয়েছে ভালো কিছু করার।

উল্লেখ্য, আগামী ৭ মে ইংল্যান্ডের লর্ডসে হবে এই বিশ্বকাপের ফাইনাল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »