বিশ্বকাপে বাংলাদেশ হবে নবম, চ্যাম্পিয়ন ইংল্যান্ড!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপের আসর শুরু হওয়া মানেই ক্রিকেট বোদ্ধাদের বিশ্লেষণ। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে আম ক্রিকেট ভক্ত কিংবা ক্রীড়া সাংবাদিকরাও রয়েছেন এই তালিকায়। বিশ্বকাপে কোন দল ফেভারিট আর কোন দলের সম্ভাবনাই বা কতটুকু সেটা যেন খুব সহজেই ব্যাখ্যা করে থাকেন তারা।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের পক্ষে বাজি ধরার মত মানুষ নেই বললেই চলে। তবে তাই বলে আফগানিস্তানের চেয়েও পিছিয়ে রাখা হল বাংলাদেশকে! হ্যাঁ, ঠিক এই কাজটিই করেছে অস্ট্রেলিয়ার বিখ্যাত পত্রিকা দ্য হেরাল্ড সান স্পোর্টস।

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে তাদের মত বাংলাদেশ দল এই আসরে ৯ম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করবে। এর যুক্তি খুঁজতে গিয়ে তারা বলেছে বাংলাদেশ দলের লেগ স্পিনার না থাকায় ১০ উইকেট নেয়া সম্ভব হবে না। তাছাড়া ওপেনার তামিম ইকবালের ধীর গতির ব্যাটিং এর কারণে বাংলাদেশ দল ৩২০ রানের মত করতে পারবে না বলে জানিয়েছে তারা।

অন্যদিকে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আফগানিস্তানকে বাংলাদেশ দল থেকে এগিয়ে রেখে পত্রিকাটির ব্যাখ্যায় তুলে ধরা হয়েছে আফগান স্পিনার রশিদ খান, নবী ও মুজিব উর রহমানের বোলিং শক্তিকে।

শুধু তাই নয় সেমি ফাইনালের চার দল হিসেবে তাদের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ও ভারত। যেখানে চ্যাম্পিয়ন হিসেবে তারা ধরে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ডকেই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »