বিশ্বকাপে প্রথমবারের মতো দুই বাংলাদেশী আম্পায়ার!

সানিউজ্জামান সরল »

বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছে, সেই অনেক আগের কথা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কেটে যাওয়া দীর্ঘ সময়েও যেন বাংলাদেশকে একটা আক্ষেপ পুড়ে পুড়ে খাচ্ছিলো। আক্ষেপটা হল, আইসিসির এলিট আম্পায়ারের লিস্টে এখন পর্যন্ত দেখা মেলেনি কোন বাংলাদেশীর। তবে এবার যেন এই আক্ষেপ এবং দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। কেননা, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এলিট আম্পায়ারদের লিস্টে যুক্ত হয়েছে দুই জন বাংলাদেশী।

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। এই বিশ্বকাপের মধ্য দিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় কোন ইভেন্টে ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়েছেন দুই বাংলাদেশী আম্পায়ার। তারা হলেন, শরফুদ্দৌলা ইবনে সৈকত ও মাসুদুর রহমান মুকুল। বিষয়টি আজ (সোমবার) নিশ্চিত করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

রাবিদ ইমামের কাছ থেকে আরো জানা গেছে, চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে কেন্দ্র করে কালই (৭ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবেন এ দুই বাংলাদেশী।

প্রোটিয়া রাজ্যে অনুষ্ঠিত হওয়া যুব বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচসহ মোট ৮টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত এবং প্রস্তুতি ম্যাচসহ মুকুলকে মোট ৭টি ম্যাচে আম্পায়ারের গুরুদায়িত্ব পালন করতে দেখা যাবে। মুকুল শুধুমাত্র প্রথম রাউন্ডে ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পেলেও, মূল পর্বের তিনটি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত।

প্রসঙ্গত, অভিজ্ঞতার বিচারে আকাশ-পাতাল তফাৎ এ দু’জনের মধ্যে। মাসুদুর রহমান মুকুলের চেয়ে অভিজ্ঞতার দিক থেকে ঢের এগিয়ে রয়েছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। আম্পায়ারিং ক্যারিয়ারে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৪১টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেন সৈকত। তার অভিষেক হয়েছিল ২০১০ সালের ৮ জানুয়ারি। বিপরীতে মুকুল একেবারেই অনভিজ্ঞ একজন। ২০১৮ সালের ২১ জানুয়ারিতে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত মাত্র ৬টি ওয়ানডেতে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »