বিশ্বকাপে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এক ম্যাচেই রেকর্ডের বন্যা বসিয়ে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করার দিন দ্বিতীয় বাংলাদেশী হিসেবে বিশ্বকাপের আসরে অনন্য এক রেকর্ড গড়েছেন সাকিব।

২০১৫ বিশ্বকাপে প্রথম বাংলাদেশী হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার মাহমুদউল্লাহ রিয়াদের পাশে নাম লেখালেন সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচেও ৮৩ বলে সেঞ্চুরি হাকিয়ে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এই রেকর্ডে নাম লেখিয়েছেন সাকিব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »