বিশ্বকাপে উগান্ডার প্রথম জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপ খেলতে এসে নিজেদের ২য় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩ উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে উগান্ডা। ৩৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রিয়াজাত আলী শাহ।

 

প্রথমে ব্যাট করতে নেমে উগান্ডার বোলারদের তোপে পড়ে ১৯.১ ওভারে মাত্র ৭৭ রানে অলআউট হয় পিএনজি। সর্বোচ্চ ১৫ রান করেন হিরি হিরি। ১২ রান করেন লেগা সিয়াকা ও কিপলিন। উগান্ডার হয়ে ২টি করে উইকেট শিকার করেন রমজানি, মিয়াজী, কায়েউতা ও ফ্রাঙ্ক।

 

৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২৬ রানে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের শংকায় পড়া উগান্ডার হয়ে লড়াই করেন রিয়াজাত আলী শাহ। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে ৩ উইকেটের জয় তুলে নেয় উগান্ডা। রিয়াজাত ৫৬ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। জুমা মিয়াজী ১৩ রান করেন।

 

দলের চরম ব্যাটিং বিপর্যয়ে ৫৬ বলে ৩৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রিয়াজাত আলী শাহ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »