নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ইয়ান বেলকে দেখা যাবে প্রথমবারের মতো কোচ এর ভূমিকায়।ভবিষ্যৎ জীবনে কোচিং এর ইচ্ছা থেকে প্রথমবারের মতো কোচিংটা পরখ করে দেখতে আসন্ন যুব বিশ্বকাপে নিজ দেশের যুবাদের ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে সাবেক এই ইংলিশ ওপেনারকে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই ইংলিশ ক্রিকেটার এখনো ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাননি।জাতীয় দল থেকে অবসর নিলেও খেলে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেট ও টি-টুয়েন্টি লীগ গুলো। ২০১৮ সালের পর থেকে ব্যাট হাতে নামা হয়নি ইনজুরির কারনে। তাই ২০২০ সাল থেকে আবারো বাইশ গজে ফিরে আসার সিদ্ধান্ত এই ইংলিশ ব্যাটসম্যানের।
এর আগে ভবিষ্যৎ জীবনে কোচিং করানোর ইচ্ছা থেকে কোচিংটাকে একটু বুঝে উঠতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দেওয়া প্রস্তাবে রাজী হয়ে আসন্ন বিশ্বকাপে ইংলিশ যুবাদের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছেন বেল।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি মাস থেকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে এবারের যুব বিশ্বকাপের আসর।