https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের আগে অজি দলে নিয়মিত সদস্য হয়েই ছিলেন পিটার হ্যান্ডসকম্ব। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগেও বেশ আলোচনায় ছিলেন হ্যান্ডসকম্ব। তবে স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের দলে প্রত্যাবর্তনে কপাল পুড়ে তার। অবশেষে নিজের প্রথম বিশ্বকাপের ম্যাচ খেলার সুযোগ হচ্ছে হ্যান্ডসকম্বের।
১১ জুলাই বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। লড়াইটা যখন শেয়ানে শেয়ানে হতে যাচ্ছে তখন সেমি ফাইনালের এই হাই ভোল্টেজ ম্যাচেই দলে সুযোগ পাচ্ছেন এই ব্যাটসম্যান।
মূলত উসমান খাজা ইনজুরিতে পড়ায় অজিদের মিডল অর্ডারে দেখা দিয়েছে শূন্যতা সেই শূন্যতা পূরণ করতেই একাদশে অন্তর্ভূক্তি হচ্ছে হ্যান্ডস্কম্বের। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার জানান, ‘এই ম্যাচে (ইংল্যান্ডের বিপক্ষে) হ্যান্ডসকম্ব অবশ্যই খেলবে। সে সেই যোগ্যতা রাখে বলেই মনে করি। স্কোয়াডে শুরুর দিকে জায়গা না পাওয়া সত্যিই দুর্ভাগ্যজনক তার জন্য। সে এখন দুর্দান্ত ফর্মে আছে। স্পিনারদের সে ভালো মোকাবেলা করতে পারে।’