বিশ্বকাপে অভিষেক হচ্ছে তানজিম সাকিবের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর বিশ্বকাপে মাঠে নামার সুযোগ এসেছে যুব বিশ্বকাপ জয়ী পেসার তানজিদ হাসান সাকিবের।আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে তাঁর অভিষেক হচ্ছে।মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে সু্যোগ মিলেছে তার।

ম্যাচের জন্য পুরোপুরি ফিট না থাকায় খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের।তার জায়গায় একাদশে তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছেন তিনি। বুক ভরা আশা নিয়েই বিশ্বকাপ খেলতে ভারত যায় বাংলাদেশ। দলের প্রত্যাশা ছিল অন্ততপক্ষে সেমিফাইনাল পর্যন্ত খেলা। আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনাও করে সাকিব আল হাসানের দল। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং পাকিস্তানের কাছে হারে বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »